
কুরআন কিয়ামত ও পরকাল – মুহাম্মদ আনওয়ার হুসাইন PDF
Islamic Bangla Boi
যে বিজ্ঞানকে অবলম্বন করে বিবেকবান জ্ঞানী সমাজের একাংশ এতদিন পর্যন্ত ‘পরকাল সম্পর্কে বিশ্ববাসীকে বিভ্রান্ত করছিল এবং নিজেরাও বিভ্রান্তির তলদেশে তলিয়ে যাচ্ছিল, সেই ‘বিজ্ঞানই একবিংশ শতাব্দির শুরুতে প্রযুক্তিগত উর্ষতার মাধ্যমে উদ্যাটিত বিস্ময়কর মহাজ্ঞানের মহাসমাহার নিয়ে আল-কুরআনের দাবীকৃত ‘পরকাল সম্পর্কীয় সকল বিষয়গুলাে বাস্তবতার আলােকে প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করে। মানবজাতিকে প্রকৃত কল্যাণের পথ প্রদর্শন করতে শুরু করেছে। সাথে সাথে বিষয়ের প্রকৃত সত্য ও বাস্তব তথ্য এবং ছবি প্রকাশ করে ‘পরকাল’ অস্বীকার করার সকল পথই কার্যত রুদ্ধ করে দিয়েছে। বক্ষমান সিরিজটি উক্ত তথ্য এবং ছবি বুকে ধারণ করে সুহৃদ পাঠকের সম্মুখে হাজির হয়েছে।
Table Of Content
বইয়ের বিবরণ :
বই : | কুরআন কিয়ামত ও পরকাল |
লেখকঃ | মুহাম্মদ আনওয়ার হুসাইনস |
অনুবাদঃ | – । |
বিভাগ / জেনার : | কোরআন ও বিজ্ঞান। |
বইয়ের ফর্ম্যাট : | পিডিএফ (এইচডি স্ক্যান ) |
পৃষ্ঠা সংখ্যা : | ৩৬৩ পৃষ্ঠা |
ফাইল সাইজ | ২৭.২ মেগাবাইট |
সংগ্রহ | ইন্টারনেট থেকে |
কৃতজ্ঞতাঃ | বুক বিডি আর্কাইভ |
উপস্থাপনায়ঃ | ইসলামিক ই বই |
লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা :
কুরআন সৃষ্টিতত্ত্ব ও বিগ-ব্যাংগ এর লেখক মুহাম্মাদ আন্ওয়ার হুসাইন।
তার পিতা মরহুম জামাল আহাম্মদ এবং মাতা জয়গুনা বানু, | লেখকের জন্ম চাদপুর জেলার ফরিদগঞ্জ থানার অন্তর্গত দেইচর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি জন্মগ্রহণ করেন ১৯৫৯ সালে। তাঁর শৈশব কেটেছে গ্রামেই । পিতার চাকুরী সুবাদে তাঁকে বিভিন্ন স্থানে পড়াশুনা করতে হয়েছিল । তিনি তার কৈশরকাল কাটিয়েছেন ভৈরবে। সেখানে তিনি প্রাথমিক শিক্ষা শেষ করার সাথে সাথেই চট্টগ্রামে পাহাড়তলী রেলওয়ে হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন।
অতঃপর যখন তিনি ৭ম শ্রেণীতে উন্নীত হন ঠিক তখনই ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে যায় ফলে তাঁর শহরে অবস্থান করা অসম্ভব হয়ে পড়ে এবং তিনি পরিবারের সবার সাথে গ্রামের বাড়িতে চলে যান। সেখানে গ্রামের স্কুলে ৭ম শ্রেণীতে ভর্তি হন এবং ১৯৭৪ সালে তিনি এস.এস.সি পরীক্ষায় সাফল্যজনকভাবে উত্তীর্ণ হন। তিনি ১৯৭৫ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়ে ১৯৭৯ সালে পাওয়ার টেকনােলজি থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৮০ সাল থেকে তিনি তিন বছর চট্টগ্রাম পাের্টে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরী করেন।
অতঃপর সৌদি আরবের রিয়াদে একটি কোম্পানীতে চাকুরী নেন। একই কোম্পানীতে প্রায় ২০টি বছর চাকুরীরত থাকাকালে কুরআন ও বিজ্ঞান বিষয়ে তার লেখার খুবই আগ্রহ জাগে এবং উক্ত বিরাট সময়ে তিনি কুরআন ও বিজ্ঞানের অসংখ্য দলিল সংগ্রহ করেন। যার উপর ভিত্তি করে পরবর্তী সময়ে তিনি কাঙ্ক্ষিত লেখায় নিজেকে পরিপূর্ণরূপে আত্মনিয়ােগ করেন। বাংলাদেশে আসার পর তিনি ডিভাইন লাইট রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করে তার গবেষণা চালিয়ে যান।
বিগত কয়েক বছর থেকে ‘লাইট আপন লাইট’ নামে একটি জনপ্রিয় টিভি প্রােগ্রাম তিনি এককভাবে পরিচালনা করে আসছেন। এছাড়াও বাংলাদেশের কুরআন ও বিজ্ঞান গবেষকদের মধ্যে যােগাযােগ সাধন করে এ কাজকে এগিয়ে নেয়ার জন্য ২০০৭ সালে তিনি অন্যান্যদের সাথে, ‘দি রিসার্চ ফাউন্ডেশন ফর কুরআন এন্ড সাইন্স’ প্রতিষ্ঠা করেন। তার এই সাধনার পেছনে একটি মাত্র লক্ষ্য ও উদ্দেশ্য কাজ করছে, আর তা হচ্ছে মহান স্রষ্টা ও প্রতিপালক একমাত্র আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন। ।
Please share this article if you like it!
No Comment! Be the first one.